১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ৬ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার
১৫, মার্চ, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে ৬৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, মাদকমুক্ত নগরী গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় চিহ্নিত আলোচিত ৬ মাদক ব্যবসায়ীকে ৬৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।

এসব মাদক ব্যবসায়ীদের একাধিকের নামে ১০/১২ টি করে মামলা রয়েছে।

এর মাঝে এসআই মোঃ সোহরাব আলী, এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাটগুদাম জারিয়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশ থেকে ৬৪ গ্রাম হেরোইনসহ ৬ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, সাজ্জাদ, রাকিব মিয়া, মোঃ রুবেল, রহুল আমীন, মোঃ মোস্তাকিন ও মোঃ হোসেন আলী।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাইয়ের সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।