বিনোদন তথ্যপ্রতিদিন
ছোটপর্দা থেকে অনেকেই বড় পর্দায়ই হাজির হয়ে ক্যারিয়ার উজ্জ্বল করেছেন। সুপারস্টার খ্যাতিও পেয়েছেন অনেকে। এবার সেই পথে হাঁটছেন হিনা খান।
ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসে প্রচারিত ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান হিনা। দীর্ঘ আট বছর ধরে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
এবার ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দায় নাম লেখাচ্ছেন এই সুন্দরী। বিক্রম ভাট পরিচালিত ‘হ্যাকড’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক করবেন হিনা খান। তাকে দেখা যাবে একজন আধুনিক নারীর চরিত্রে।
গ্ল্যামারে ভরপুর একজন ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদকের চরিত্রে দেখা মিলবে তার।
মূলত সাইবার ক্রাইমের আলোকপাতে নির্মিত হচ্ছে ছবিটি। যেখানে ইন্টারনেট, ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের নানা খারাপ দিক তুলে ধরা হবে।
হিনা খান ছাড়াও ছবিতে আরও থাকবেন রোহান সাহা, মোহিত মালহোত্রা, সীড মাক্কার প্রমুখ। আসামী বছরের ৩১ জানুয়ারি মুক্তি পাবে হিনা খান অভিনীত প্রথম ছবি ‘হ্যাকড’।