মারুফ হোসেন কমল:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক কারবারী ও ছিনতাইকারীসহ পাচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ২৩ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কেওয়াটখালী রেলওয়ে কলোনীর নদীরপাড় থেকে ২৩ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হান্নান, মোঃ স্বপন, জহির উদ্দিন ওরফে জহুরুল, মোঃ মনির হোসেন ও মোঃ জুলহাস।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ হান্নান বিরুদ্ধে ২টি, মোঃ স্বপনের বিরুদ্ধে ৭টি মামলা, আসামী জহির উদ্দিন ওরফে জহুরুলের বিরুদ্ধে ৩টি মামলাসহ প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।