১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি প্লাস্টিকের দানা চোরাচালানকালে গ্রেফতার দুই
২১, মার্চ, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– রাজধানীর চকবাজার থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি প্লাস্টিকের দানা চোরাচালানকালে দুইজনকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইউসুফ মিয়া ও মোঃ তরিকুল ইসলাম তপু।

 

গত মঙ্গলবার রাতে চকবাজার থানার উমেশ দত্ত রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১৪৩৯ বস্তা প্লাস্টি দানা ও একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহীদুজ্জামান ডিএমপি নিউজকে জানান, পুলিশের কাছে তথ্য আসে চকবাজার থানার ১১ নং উমেশ দত্ত রোডের একটি বাড়ির সামনে কয়েকজন লোক শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল বিক্রির জন্য মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে।