আসাদুজ্জামান রিপন (যশোর): বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল এসএসসি ব্যাচ-২০০৩ (BUFC-2003) উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বেনাপোল শহরে অবস্থিত বেনাপোল দারুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানায় মাহফিল অনুষ্ঠিত হয়।
বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল এসএসসি ব্যাচ-২০০৩ সকলে উপস্থিত ছিলেন। একে অপরের সাথে কুশল বিনিময় করেন। এবং আগামীতেই এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে ব্যক্ত করেন সকল বন্ধুরা।
ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন মুফতি আবু হানিফ। ইফতারের পূর্বে দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল