তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ আরিফুল ইসলাম ওরফে জুম্মনকে ১০ গ্রাম হেরোইনসহ
এসআই টিটু সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোছাঃ আনোয়ারা বেগম ওরফে আনুকে ৫ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী নিজাম উদ্দিন, এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ফরহাদ খান, এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী আল আমিন, এমদাদুল হক, মোঃ রেজাউল করিম, মোঃ কামরুল, জাহাঙ্গীর আলম, হাসেম উদ্দিন মোকসেদুল
ইসলামকে গ্রেফতার করে।
এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী বিশালকে গ্রেফতার করে।
এছাড়া এসআই জহিরুল ইসলাম, কামরুল হাসান পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আরিফুল ইসলাম ওরফে জুম্মন ও এমদাদুল হককে গ্রেফতার করে। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।