তথ্য প্রতিদিন – ভূইয়াপাড়া(বাংলাদেশ) – শিববাড়ি(ভারত) বর্ডার হাট (প্রস্তাবিত) এর জন্য দুই দেশের প্রতিনিধি দল ল্যান্ড ডিমার্কেশনের জন্য যৌথভাবে স্পট পরিদর্শন করেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী । ভারতীয় দলের নেতৃত্ব দেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়।
এছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কমান্ডিং অফিসার, ৩৯ বিজিবি, ময়মনসিংহ ব্যাটালিয়ন, পুলিশ সুপার, মাছুম আহাম্মদ ভুঞা, ময়মনসিংহ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, বিভাগীয় কর্মকর্তা, বাংলাদেশ কাস্টমস, ময়মনসিংহ, উপজেলা নির্বাহী অফিসার, ধোবাউড়া, সহকারী কমিশনার(ভূমি), ধোবাউড়া, সহকারী পুলিশ সুপার(হালুয়াঘাট সার্কেল), চেয়ারম্যান, ঘোষগাঁও ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ।
ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন পুলিশ সুপার, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) , সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, জেনারেল ম্যানেজার, মেঘালয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, জেনারেল ম্যানেজার, DC&IC সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, কাস্টমস অফিসার, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, কমান্ড্যান্ট, ২০০ বিএসএফ ব্যাটালিয়ন, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়, বিএসএফ অফিসার-ইন-চার্জ, শিববাড়ি বর্ডার আউটপোস্ট, সাউথ গারো হিলস, বাঘমারা, মেঘালয়।