১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ তারাকান্দায় অজুফা হত্যাকাণ্ডের মূলহোতা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার
৩০, মার্চ, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

ময়মনসিংহের তারাকান্দায় পাওনা টাকা চাওয়ায় অজুফা বেগম (২৮) নামে এক বিধবা নারীকে খুন করেছে দূর্বোত্তরা। জানা গেছে, উপজেলার বালিখা ইউনিয়নের বালিখা পৃর্ব মালিডাংগা গ্রামের মৃত এনামুল হক ওরফে এনার স্ত্রী অজুফা বেগমম (২৮) শুক্রবার ২৯ মার্চ সকালে ঘাস কাটতে মাঠে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে মাঠের ফিশারীর পুকুরে খুটির সাথে বাধা অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।
তারাকান্দা থানার ওসি মোঃ ওয়াজেদ আলী জানান, হত্যাকান্ডের ঘটনায় একই গ্রামের নুরুল ইসলামের পুত্র নুরুন্নবি (৩০) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশকে জানান, এই মহিলা তার নিকট ২ হাজার টাকা পায়। সকালে তাকে মাঠে একা পেয়ে পাওনা টাকা চাইলে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই নারীকে কারেন্টের ছেকাঁ দিয়ে গুরুতর আহত করে ফিশারীর পুকুরে পানিতে ডুবিয়ে হত্যা করে খুঁটির সাথে বেধেঁ পালিয়ে যায়। এ বিষয়ে নিহত নারীর মা হাসনা আক্তার (৫৫) বাদি হযে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ রাতেই তদন্তে নামে। প্রধান আসামী নুরুন্নবীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। নিহত অজুফা বেগম বালিখা গ্রামের মৃত ওয়াজেত আলীর মেয়ে। সে পিত্রালয়ে বসবাস করত। তার ৭ বছরের পপি নামে এক কন্যা সন্তান রয়েছে।