তথ্য প্রতিদিন. কম:
ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় জরিমানা দুপুরে সানকিপাড়া রেল ক্রসিং বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় অবৈধ ফুটপাত উচ্ছেদ সহ ৪ টি মামলায় জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর কর্মকতা মোঃ জাবেদ ইকবাল,বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী, কনজারভেন্সি ইন্সপেক্টর রবিউল ইসলাম সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল