তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলো পাগলা দেলু ও নাজিম উদ্দীন। শনিবার রাতে রঘুরামপুর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদরের রঘুরামপুর সবজিপাড়া থেকে শনিবার রাতে ৪০ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, কৃষ্টপুর নিউ কলোনীর মোঃ দেলোয়ার হোসেন দেলু ওরফে পাগলা দেলু ও রঘুরামপুরের মোঃ নাজিম মীর।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত।
গ্রেফতারকৃত আসামী দেলোয়ার হোসেন দেলু ওরফে পাগলা দেলুর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।