১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের জন্য আইজিপির ঈদ উপহার।।
৫, এপ্রিল, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

– ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণের ১৩৬টি পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করেছেন।

উপহার সামগ্রী হিসেবে জীবন উৎসর্গকারী প্রতিটি পুলিশ সদস্যের পরিবারের উত্তরাধিকারীকে একটি করে শাড়ি/পাঞ্জাবি/ পায়জামা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্সের নাজমুল ইসলাম, পিপিএম, এআইজি, হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এসব খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী আগামী ৬ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে প্রত্যেক পরিবারবর্গের হাতে পৌঁছানো নিশ্চিত করা হবে।