চীফ রিপোর্টার
- গত ০২ এপ্রিল ২০২৪ তারিখ আনুমানিক রাত ০৮.১৫ ঘটিকার সময় বান্দরবান পার্বত্য জেলার রুমা থানাধানী রুমা বাজারস্থ সোনালী ব্যাংকের শাখায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফ সদস্যরা অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে ব্যাংকের ভল্ট ভেংগে অর্থ লুটের চেষ্টা
করে এবং ব্যাংকের ম্যানেজার মোঃ নেজাম উদ্দীন’কে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় এলিট ফোর্স র্যাব গতকাল ০৪ এপ্রিল ২০২৪ তারিখ অপহৃত ব্যাংকের ম্যানেজার মোঃ নেজাম উদ্দীন'কে উদ্ধার করতে সক্ষম হয়। অদ্য ০৫ এপ্রিল ২০২৪ তারিখ সকালে র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল মোঃ মাহাবুব আলম, বিপিএম, পিপিএম, বিপিএমএস (বার), র্যাব সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকতা ও র্যাব-১৫ এর অধিনায়কের উপস্থিতিতে পরিবারের নিকট তাকে ফিরিয়ে দেয়া হয় এবং উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তার উদ্ধারের বিষয়টি সবাইকে অবহিত করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল