স্টাফ রিপোর্টার:
আজ ১৪ এপ্রিল ২০২৪ খ্রি: বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)
।
মঙ্গল শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। আজকের দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। আজ আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাঙ্গামাটি জেলা পুলিশের ও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলো।