তথ্য প্রতিদিন. কম:
কোতোয়ালি থানাঘাট এলাকায় পূন্যস্নান ডিউটি করাকালীন থানাঘাটে নেত্রকোনা থেকে আগত একজনের পকেট থেকে একটি মানিব্যাগ পকেটমার নিয়ে যায়।
তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরত ডিবি পুলিশের এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল কে ভিকটিম অবগত করলে অল্প সময়ের মধ্যে পকেটমারকে সনাক্ত এবং আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত পকেটমারের নাম রনি মিয়া (২৫), পিতা- তারা মিয়া, সাং-চর ইশ্বরদিয়া, ৩১ নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী জেলা ময়মনসিংহ বলে জানা যায়। অতঃপর নাটককৃত পকেটমারের নিকট থেকে উদ্ধারকৃত মানিব্যাগ টি প্রকৃত মালিক ১। গৌরাঙ্গ (১৮), পিতা- নারায়ন, সাং- আটপাড়া, জেলা- নেত্রকোনার নিকট বুঝিয়ে দেওয়া হইলো।