১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ চট্টগ্রাম, সারা বাংলা সাংগ্রাই জল উৎসব- অনুষ্ঠানে পুলিশ সুপার ।
১৬, এপ্রিল, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

আজ ১৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) কর্তৃক ঐতিহ্যবাহি সাংগ্রাই জল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য জনাব দীপংকর তালুকদার, এমপি ।

উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অংসুই প্রু চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি মহোদয়।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব বেগম ওয়াসিকা আয়েশা খান, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।

এসময় পুলিশ সুপার সবাইকে সাংগ্রাই জল উৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটি পার্বত্য চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহি সংস্কৃতি। আদিকাল থেকে মারমা সম্প্রদায়ের মানুষেরা পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠান পালন করে আসছে, যা মারমা ভাষায় সাংগ্রাই নামে পরিচিত। এরই পরিপ্রেক্ষিতে নববর্ষকে বরণ এবং পুরনো বছরকে বিদায় উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সাংগ্রাই জল উৎসব উদযাপন করে থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, এমপি, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার জনাব ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান।