তথ্য প্রতিদিন. কম:
রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধারসহ গ্রেফতার ০১ জন।
আজ ১৮ এপ্রিল ২০২৪ খ্রি: রাঙ্গামাটি সদরস্থ পিটিআই নতুন পাড়া এলাকায় অবৈধ চোলাই মদ তৈরি এবং কেনাবেচা হয় মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)
দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম তত্ত্বাবধানে রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মানস বড়ুয়া।
অভিযান পরিচালনাকালে রাঙ্গামাটি সদরস্থ পিটিআই নতুন পাড়া এলাকার উত্তরপাশের শেষ মাথায় একটি পরিত্যক্ত
ঘর হতে ৪৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক ব্যবসার সাথে জড়িত সন্ধিগ্ধ ব্যক্তি সুফল তালুকদারের হেফাজত হতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সর্বমোট ৫০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল