১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেফতার-৬
১৯, এপ্রিল, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাট গুদাম সাকিনস্থ পাট গুদাম ব্রীজের উত্তর মাথার পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হইতে ১৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২১.২০ ঘটিকায় ৫১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল (৩৫), পিতা-মোঃ সেলিম, মাতা-মোছাঃ মিলি আক্তার, সাং-৪৩/৪৬ চর কালীবাড়ী, ২। আতিকুজ্জামান বিজয় (২৩), পিতা-মৃত লিয়াকত কমিশনার, মাতা-মৃত শিখা বেগম, সাং-বলাশপুর লিয়াকত কমিশনারের বাড়ী, ৩। মনির হোসেন ওরফে জুম্মন (৩৬), পিতা- মৃত আজম, মাতা-শাহিদা খাতুন ওরফে শহিদা , সাং- স্বদেশী বাজার (যাদব লেহেরী লেন), ৪। মোঃ শান্ত ওরফে হৃদয় ওরফে জুয়েল (২০), পিতা-মৃত সুলতান আহম্মেদ দুখু মিয়া, মাতা-মোছাঃ হুনুফা আক্তার, সাং-আলিয়া মাদ্রাসা কৃষ্টপুর দক্ষিণপাড়া, ৫। মোঃ ফিরোজ আহম্মেদ ওরফে ইসরাফিল (১৯), পিতা-ইদ্রিস আলী ইদু, মাতা-সেলিনা আক্তার, সাং-চর কালীবাড়ী দক্ষিণপাড়া, ৬। আসিফ ওরফে ফরহাদ (২০), পিতা-মোঃ চাঁন মিয়া, মাতা-মোছাঃ আসমা, সাং-আজমতপুর, বলাশপুর আবাসন, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শাকিল (৩৫) এর বিরুদ্ধে ০৭ টি, ২। আতিকুজ্জামান বিজয় (২৩) এর বিরুদ্ধে ০৩ টি, ৩। মনির হোসেন ওরফে জুম্মন (৩৬) এর বিরুদ্ধে ০৫ টি, ৪। মোঃ শান্ত ওরফে হৃদয় ওরফে জুয়েল (২০) এর বিরুদ্ধে ০২ টি, ৫। মোঃ ফিরোজ আহম্মেদ ওরফে ইসরাফিল (১৯) এর ০১টি এবং ৬। আসিফ ওরফে ফরহাদ (২০) এর বিরুদ্ধে ০১টি মামলা রহিয়াছে।

উদ্ধারকৃত ৫১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৬ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।