৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ স্বাস্থ্য মসিক স্যানেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।।
২৪, নভেম্বর, ২০১৯, ৮:৩৩ অপরাহ্ণ -

মারুফ হোসেন কমলঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর স্যানিটারী ইন্সপেক্টর দীপক মজুমদার খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। পরিশ্রমী ও চৌকস কর্মকর্তা দীপক মজুমদার ময়মনসিংহ পৌরসভা থাকাকালীন সময় থেকেই স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন এবং সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পরেও তিনি উক্ত পদে কর্মরত অবস্থায় পেশাগত কাজে এতটাই অত্মনিয়োহ করেছিলেন যে,কাজের ক্ষেত্রে দিনরাত একাকার হয়ে গিয়েছিলো তার।

৯৩ বর্গকিলোমিটার অায়তনের বিশাল এই সিটি করপোরেশন এলাকায় পেশাগত কাজে তিনি অবিরাম ছুটে চলেন,কখনো মসিকের নিজস্ব ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান অভিযানে কখনো জেলা প্রশাসন কখনো ভোক্তা অধিকারের ভ্রাম্যমান অভিযানে প্রতিনিধিত্ব করতে।স্যানেটারি ইনস্পেকটর পদের দায়িত্ব পালনের পাশাপাশি সিটি করপোরেশনের য়ে কোন পোগ্রামে দেখা যায় তার সরব উপস্থিতি।সিটি করপোরেশনের জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রেও হাসিমুখে সেবা দিতে তিনি কার্পণ্য করেন না।ক্যাব ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ঘোষ বলেন,দীপক মজুমদারকে প্রায়ই দেখি গভীর রাতে মেছুয়া বাজার মোড়,গাঙিনার পাড়ে বর্জ্য ব্যবস্থাপনার তদারকি করতে এবং মসিকের সাথে সরকারের অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয় সাধন করে নাগরিকসেবায় তিনি ব্যাপক ভূমিকা রাখছেন।

মসিকের কর্মকর্তা-কর্মচারীরা দীপক মজুমদারের পদোন্নতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার বলেন তার সুদক্ষ কাজের স্বীকৃতিই তার অাজকের এই প্রমেশন,এটা তার প্রাপ্য ছিলো।সদ্য পদোন্নতিপ্রাপ্ত খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার তাকে পদোন্নতি প্রদান করায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয় ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছেন।
দীপক মজুমদার পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তথ্য প্রতিদিনকে বলেন,পদোন্নতি অবশ্যই গৌরবের,এটি কাজের গতি ও দায়বদ্ধতা অারো বাড়িয়ে দেয়।ময়মনসিংহ সিটি করপোরেশনের জননন্দিত মেয়র জনাব ইকরামুল হক টিটু স্যারের নির্দেশনা মোতাবেক সহকর্মীদেরকে সাথে নিয়ে অাগামীদিনে পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ময়মনসিংহ মহানগরী গড়ার কাজে অাত্মনিয়োগ করতে চাই।