১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবির অভিযানে ডলার প্রতারকচক্রের দুই সদস্য গ্রেফতার
২৮, এপ্রিল, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি( অভিযানে জাল ডলার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার হয়েছে। শনিবার ত্রিশালের বালিপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫টি জাল ডলার উদ্ধার করে পুলিশ।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, ময়মনসিংহের বিভিন্ন থানা এলাকায় একটি জাল ডলার প্রতারক চক্র ডলারের লোভ দেখিয়ে সাধারণ লোকজনদের জিম্মি করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। এরূপ একটি চক্রের সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবির ওসি ফারুক হোসেনের নেতৃত্ব এসআই শেখ গোলাম মোস্তফা রুবেলসহ একটি চৌকস টিম টানা অভিযান পরিচালনা করে ত্রিশালের বালিপাড়া মোড়ে একটি খাবার হোটেল থেকে ৮৫ টি কথিত জাল ডলার (যাহার প্রতিটি ডলারের গায়ে THE UNITED STATES OF AMERICA এবং নীচে ONE HUNDRED DOLLARS লেখা আছে) সহ দুই ডলার প্রতারককে গ্রেফতার করে। জাল ডলার কারবারী চক্রের সদস্যরা হলো, ঈশ্বরগঞ্জের মোঃ ইদ্রিস আলী ও মোঃ মোজাম্মেল হক। ডিবির এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ জাল ডলার কারবারির সাথে জড়িত এবং চক্রটি সহজ সরল মানুষদের প্রলোভনে ফেলে কৌশলে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ ইদ্রিস আলীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ ব্যাপারে ত্রিশাল থানায় মামলা হয়েছে।