তথ্য প্রতিদিন. কম:
আজ দুপুরে জয়নুল আবেদীন পার্কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ। এসময় তিনি জনসাধারনের চলাচলের রাস্তায় ভ্রাম্যমান দোকান পরিচালনা এবং গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার জন্য সবাইকে সতর্ক করেন।
এছাড়াও ফুড পার্কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করার কয়েকটি রেস্টুরেন্ট এ জরিমানা করা হয় পঁচা বাসি খাবার বিনষ্ট করা হয়। অভিযানে ০৮টি মামলায় মোট ১৬৫০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় স্যনিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল