১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদন নির্মাণ অগ্রগতি পরিদর্শন।।
৪, মে, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প- ২য় পর্যায় প্রকল্পের আওতায় আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চলমান কাজের সাইট পরিদর্শন করেন এ প্রকল্পের মনিটিরিং কমিটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-৩ অধিশাখার যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান।

এ সময় তিনি গুল্কিবাড়িতে চলমান নগর স্বাস্থ্য কেন্দ্র এবং বাগমারায় চলমান নগর মাতৃসদনের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেন। পরবর্তীতে বেলা সাড়ে ১২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর কক্ষে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টদের সাথে অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা করেন।

 

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃআরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ শরীফ হোসেন, ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।