তথ্য প্রতিদিন. কম
আজ বেলা ১১ টায় গাঙিনাপাড়, দূর্গাবাড়ি ও নতুনবাজার এলাকার হোটেল, রেস্টুরেন্ট ও বেকারীতে অভিযান পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত।
এ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম। এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন, খাবারের গুণগত মান রক্ষা না করা ইত্যাদি অপরাধে ৪ মামলায় ১১ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এস এম মাজহারুল ইসলাম জানান,নিরাপদ খাদ্য নিশ্চিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান চলমানা থাকবে। এসময় স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল