তথ্য প্রতিদিন. কম
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আটজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই দেবাশীষ সাহা, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী সাইফুল ইসলাম,
এএসআই আয়েছ মিযা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ সাখাওয়াত হোসেন মারুফকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মনিতোষ মজুমদার, আশিকুল হাসান, এএসআই আল আমিন, ফরহাদ উদ্দিন, মাসুম রানা পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী
পরোয়ানাভুক্ত ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্তরা হলো,
পাটগুদাম রোডের আঃ রহমান ওরফে নিতাই, চর লক্ষীপুরের মোঃ আসলাম আলী, আকুয়া মড়ল পাড়ার মুশফিকুর রহমান বিশ্বাস, কৃষ্টপুর মালঞ্চ কলোনির মোঃ রানা ও কৃষ্টপুর মদিনা মসজিদ দৌলত মুন্সি রোড বাইলেনের মোঃ সানি। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।