আন্তর্জাতিক তথ্য প্রতিদিন. কম:: ভারতে দিল্লির পর এবার গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদের একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলগুলোর শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে। গতকাল সোমবার ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। প্রাথমিক তথ্যে জানা গেছে, গুজরাটের অন্যতম বৃহত্তম শহর আহমেদাবাদের অন্তত তিনটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। ই-মেইল প্রেরকের অবস্থান রাশিয়ায় দেখাচ্ছে। এরইমধ্যে হুমকিপ্রাপ্ত স্থানগুলোতে রাজ্যের পুলিশ এবং বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের (বিডিডিএস) একাধিক টিম উপস্থিত হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে। গত ১ মে দিল্লির অন্তত ১০০টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খালি করে দেয়া হয় কয়েকটি স্কুল চত্বর। ভারতীয় সংবামাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে দ্বারকার স্কুল, চাণক্য়পুরীর সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্প বিহারের অ্য়ামিটি স্কুল, ডিএভি স্কুলে মেইল আসে। এরপর থেকে প্রায় ১০০টি স্কুলেই একই উড়ো ই-মেইল আসে।