তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে সদর উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে আজ প্রতীক বরাদ্দ করা হয়। উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকটি দুজন দাবীদার ছিলো! বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন ও আলহাজ্ব আবু সাঈদ দুজনেই ঘোড়া প্রতীক চেয়ে ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা দুজনকে মিলে পরামর্শ করে ছাড় দিতে বলে ছিলো। এসময় চেয়ারম্যান আশরাফ হোসাইন বলে ছিলেন সাঈদ আমি আগে একবার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেছি। প্রতীকটা আমাকে দেওয়া হোক। অবশেষে আবু সাঈদ ছাড় না দেওয়ায় দু’জনের মাঝে লটারী হলো, লটারীতেই আশরাফ হোসাইন তার কাঙ্ক্ষিত প্রতীক ঘোড়া পেয়ে গেলেন।
এর মাধ্যমে শুরুতেই লটারীতে আশরাফ হোসাইন এর বিজয় অর্জনের খবরে বাইরে অপেক্ষারত কর্মীসমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২১তারিখ শেষ হাসিটাও আশরাফ হোসাইন হাসবেন এমন আলোচনা চলছে ভোটারদের মাঝে। আর অবশেষে লটারিতে হেরে ঘোড়া প্রতীকটি না পেয়ে দোয়াত কলম প্রতীক নিয়ে ভোটের মাঠে নামলেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু সাঈদ।