৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ধোবাউড়ায় গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৪, নভেম্বর, ২০১৯, ১০:০৪ অপরাহ্ণ -

বার্ণার্ড সরকার( ধোবাউড়া প্রতিনিধি)-

ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় গারোদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় অদ্য সকাল ০৮,৩০-মিঃ ২৪/১১/২০১৯’খ্রিঃ আয়োজনেঃ কমিটি,রেভাঃ ফাদার বিপিন নকরেক পাল-পুরোহিত ও চেয়ারম্যান পালকীয় পরিষদ সাধু যোহনেরগির্জা,ধাইরপাড়া,ধোবাউড়া,ময়মনসিংহ।

বক্তব্যমালা ও নাচঃ


১/উদ্বোধনী নাচঃ ও খুথুব পড়ানোর মাধ্যমে অতিথি বরণ।২/স্বাগত বক্তব্য –মিঃ এক্সিজিবিশন বনোয়ারী ভাইস চেয়াম্যান,ধাইরপাড়া ধর্ম পল্লী।৩/নাচঃ ভূট্টা গ্রাম থেকে।৪/নাচঃ বন্যা নকরেকের দল ধাইরপাড়া থেকে।৫/স্বাগত বক্তব্যঃ ফাঃ বিপিন নকরেক পাল পুরোহিত,ধাইরপাড়া ধর্ম পল্লী। ৬/ নাচঃ হাজং পাড়া গ্রাম থেকে।

৭/ নাচঃ রিমি চিরানের দল,ধাইরপাড়া থেকে। ৮/ নতুন নকমা নির্বাচন ও পুরানো নকমা কর্তৃক নতুন নকমাকে খুথুপ পড়ানো। ৯/ নতুন নকমার অনুভূতি প্রকাশ। ১০/ নাচঃ রিমি চিরানের দল ধাইরপাড়া থেকে। ১১/ নাচঃ প্রধান অতিথির বক্তব্যঃ মিঃ ডেভিড রানা চিসিম, উপজেলা চেয়ারম্যান ধোবাউড়া, ময়মনসিংহ। ১২/ নাচঃ মুন্নির দল বনিক্য পাড়া। ১৩/ সভাপতির সমাপনী বক্তব্যঃ মিঃ এডুয়ার্ড নাফাক, চেয়ারম্যান ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ধোবাউড়া উপজেলা শাখা,এবং এ বছরের ওয়ানগালা নকমা।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে বিলাসবহুল জীবন যাপনের পাশাপাশি গড়েছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তির

শারদীয় দুর্গাপূজায় জেলা পুলিশ ময়মনসিংহে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।।

সর্ব সাধারণের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ।

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের দাবিতে কমিটি বিলুপ্ত ও আল্টিমেটাম