বার্ণার্ড সরকার( ধোবাউড়া প্রতিনিধি)-
ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় গারোদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় অদ্য সকাল ০৮,৩০-মিঃ ২৪/১১/২০১৯’খ্রিঃ আয়োজনেঃ কমিটি,রেভাঃ ফাদার বিপিন নকরেক পাল-পুরোহিত ও চেয়ারম্যান পালকীয় পরিষদ সাধু যোহনেরগির্জা,ধাইরপাড়া,ধোবাউড়া,ময়মনসিংহ।
বক্তব্যমালা ও নাচঃ
১/উদ্বোধনী নাচঃ ও খুথুব পড়ানোর মাধ্যমে অতিথি বরণ।২/স্বাগত বক্তব্য –মিঃ এক্সিজিবিশন বনোয়ারী ভাইস চেয়াম্যান,ধাইরপাড়া ধর্ম পল্লী।৩/নাচঃ ভূট্টা গ্রাম থেকে।৪/নাচঃ বন্যা নকরেকের দল ধাইরপাড়া থেকে।৫/স্বাগত বক্তব্যঃ ফাঃ বিপিন নকরেক পাল পুরোহিত,ধাইরপাড়া ধর্ম পল্লী। ৬/ নাচঃ হাজং পাড়া গ্রাম থেকে।
৭/ নাচঃ রিমি চিরানের দল,ধাইরপাড়া থেকে। ৮/ নতুন নকমা নির্বাচন ও পুরানো নকমা কর্তৃক নতুন নকমাকে খুথুপ পড়ানো। ৯/ নতুন নকমার অনুভূতি প্রকাশ। ১০/ নাচঃ রিমি চিরানের দল ধাইরপাড়া থেকে। ১১/ নাচঃ প্রধান অতিথির বক্তব্যঃ মিঃ ডেভিড রানা চিসিম, উপজেলা চেয়ারম্যান ধোবাউড়া, ময়মনসিংহ। ১২/ নাচঃ মুন্নির দল বনিক্য পাড়া। ১৩/ সভাপতির সমাপনী বক্তব্যঃ মিঃ এডুয়ার্ড নাফাক, চেয়ারম্যান ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ধোবাউড়া উপজেলা শাখা,এবং এ বছরের ওয়ানগালা নকমা।