চীফ রিপোর্টার: – অস্ত্র মামলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান রোমানের ১০ বছরের সাজা দিয়েছেন আদালত।
বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জয়নাব বেগম এ সাজা দেন। তবে এ সময় আসামি রাশেদুজ্জামান রোমান আদালতে উপস্থিত ছিলেন না।
সাজাপ্রাপ্ত রোমান গত মার্চে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। নগরীর গন্ড্রপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে রাশেদুজ্জামান রোমান সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন রোমান। নগরীর গন্ড্রপা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর র্যাব বাদী হয়ে মামলা শেষে কারাগারে পাঠায়। ওই মামলায় জামিনে ছিলেন তিনি।
গত ৯ মার্চ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে শপথ নিলেও সিটি কর্পোরেশনের মেয়াদ পূর্ণ না হওয়ায় এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি। আগামী জুনে দায়িত্ব গ্রহণ করার কথা ছিল।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন হযরত আলী ও আসামিপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন জ্যৈষ্ঠ আইনজীবী এএইচএম খালেকুজ্জামান।