১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
৯, মে, ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা ০৯ মে ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ এর ডিআইজি (উত্তর) অতিরিক্ত দায়িত্ব ডিআইজি (অ্যাডমিন) ও (অপারেনস্) মাহ্ফুজুর রহমান, বিপিএম-বার এর সভাপতিত্বে সকাল ১১:৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডিশনাল ডিআইজি পদে (পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ সুপার (প্রশাসন) ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া এর সঞ্চালনায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে নিরাপত্তা বিষয়ক, শৃঙ্খলা বিষয়ক, স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা করার পাশাপাশি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উক্ত কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে ডিআইজি (প্রশাসন) সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনার পাশাপাশি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এসময় হাইওয়ে পুলিশের ডিআইজি (পশ্চিম বিভাগ),
ডিআইজি (পূর্ব বিভাগ), সকল অ্যাডিশনাল ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।