তথ্য প্রতিদিন. কম:
রাঙ্গামাটি ডিবি পুলিশ কর্তৃক প্রায় ৭ হাজার লিটার চোলাই মদ উদ্ধার এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণসহ ০২ জন অভিযুক্ত গ্রেফতার।
আজ ১৪ মে ২০২৪ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী উত্তর বিহারপুর এলাকায় অবৈধ চোলাই মদ তৈরি এবং কেনাবেচা হয় মর্মে গোয়েন্দা তথ্য প্রাপ্তির সাথে সাথেই রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ
সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মানস বড়ুয়া সহ ডিবির একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম।
অভিযান পরিচালনাকালে উত্তর বিহারপুর গ্রামের আনুমানিক ১০ থেকে ১৫টি মদ তৈরির কারখানায় তল্লাশী চালিয়ে প্রায় ৭ হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ,
বিপুল পরিমাণ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানবেন্দ্র চাকমা (৪৫), মধু মিলন চাকমা (৫০)।
উপরোক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।