১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবির অভিযানে ৪শত বস্তা ভারতীয় চিনিসহ চোরাকারবারি গ্রেফতার।।
১৮, মে, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে চারশত বস্তু ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরাকারবারির নাম খাইরুল ইসলাম। তার বাড়ি নেত্রকোণা সদরের দুগিয়া গ্রামে।

 

ডিবির ওসি মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই মোঃ আব্দুল জলিল, এসআই আল্লামা ইকবাল কবির সম্রাট ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজারের একটি স’মিলের সামনে থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক ট্রাক বোঝাইকৃত ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ আসামি মোঃ খাইরুল ইসলামকে গ্রেফতার করেন। ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ দাবি করে।

গ্রেফতারকৃত বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের হয়েছে। খাইরুলকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে পাঠানো হয়েছে।