১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান।।
২৪, মে, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীন রিপোর্টার:

– দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে (২৩-০৫-২০২৪ খ্রি.) ৬টি অভিযোগের বিষয়ে (২টি অভিযান ও ৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কাস্টম হাউস, চট্টগ্রাম -এর কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে আমদানি-নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে চট্টগ্রাম কাস্টম হাউসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক উক্ত অফিসের এআইআর শাখা হতে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনান্তে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানে প্রাপ্ত তথ্যাবলি বিস্তারিতভাবে যাচাইপূর্বক কমিশনের সিদ্ধান্ত চেয়ে এনফোর্সমেন্ট টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলাধীন কন্যাদহ মনির উদ্দীন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ে ঘুষের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ প্রদান করার অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উল্লিখিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত রেকর্ডপত্র ও অভিযোগ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।