তথ্য প্রতিদিন. কম
ময়মনসিংহে হাসান হত্যাকান্ডের অন্যতম হোতা মোঃ রাকিব ও মোঃ হান্নানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মামলা দায়েরের চার ঘন্টার মধ্যে নগরীর শিকারীকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের বাড়ি নগরীর পাট গুদাম ইসলামবাগ (বেরিবাধ) এলাকায়।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, নগরীর নয়াপাড়ার সেলুন মালিক বিহারি ক্যাম্পের (অবাঙালী) নরসুন্দর আলীর সেলুনে চুল কাটা নিয়ে গত ২৩ মে রাতে হান্নানের সাথে মোবাইলে কথা হয়। এ সময় সেলুন মালিক আলী মোবাইলে হান্নানের সাথে খারাপ ব্যবহার করে। ঐ সময় হান্নানের পাশে তার বন্ধু রাকিব সাথে ছিল। তখন রাকিব মোবাইল ফোনে আলীর সাথে কথা বললে সেলুন মালিক আলী রাকিবকে গালাগালি করে। এ ঘটনা নিরসনে পরদিন ২৪ মে সন্ধ্যার দিকে আলী রাকিবকে ফোন দিয়ে বলে তাদের এই মনোমালিন্যের বিষয়টি সমাধান করবে। রাকিবকে তার বাসা থেকে বের হয়ে আসতে বলে। রাকিব একা তার বাসা থেকে বের হয়ে পাটগুদাম হাজী কাসেম আলী কলেজের মাঠে গেলে সেলুন মালিক আলীসহ তার সাথে থাকা আরো ৭/৮ জন রাকিবের সাথে তর্কবিতর্কে জড়ায়। এক পর্যায়ে আলীর হাতে থাকা সুইজগিয়ার চাকুর হাতল দিয়ে রাকিবের মাথায় আঘাত করে এবং কিল ঘুষি মারে। এই মারামারির ঘটনায় রাকিব কোতোয়ালি থানায় অভিযোগ দিয়ে তার সাথে থাকা বন্ধু হান্নান, ইদনা, রাকিব, সাঈদসহ ৭/৮ জন বাসায় ফেরার পথে ঐ দিনই হাজী কাশেম আলী কলেজের সামনে পৌঁছলে আবারো আলীর নেতৃত্বে আরো ৭/৮ জন রাকিব ও তার বন্ধুদেরকে কেন থানায় অভিযোগ করতে গেল এজন্য মারপিট করার চেষ্টা করে। তখন রাকিব তার সাথে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে হাসানের থুতনির নিচে বুকে এবং পেটে কাটা রক্তাক্ত গুরুতর আঘাত করে। পরে স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৭৩, তারিখ-২৬/০৫/২০২৪ ইং ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/৩৪ দায়ের করে।
ওসি ডিবি আরো বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মোঃ ফারুক হোসেনের (তার) নেতৃত্বে ঘটনায় জড়িত আসামী মো রাকিব ও মোঃ হান্নানকে মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে নগরীর শিকারী কান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল