তথ্য প্রতিদিন. কম
আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জয়নুল আবেদিন পার্কের ভিতরের সমস্ত অবৈধ দোকান সরিয়ে দিয়েছে। পার্কের বাইরের অবৈধ দোকানগুলিকে ৩ জুনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
এই অভিযান পরিচালনা করেন মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।
এছাড়াও, ফুড পার্কের অভ্যন্তরে পরিচ্ছন্ন পরিবেশ না রাখার কারণে ৪টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে এবং অন্যান্য দোকানগুলোকে সতর্ক করা হয়েছে।
গোহাইলকান্দি এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
#ময়মনসিংহসিটি #ভ্রাম্যমাণআদালত #অবৈধদোকান #পরিষ্কারপরিবেশ #জনস্বার্থ #অভিযান