১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, আইন আদালত, ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান।।
৩, জুন, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম

আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত #জয়নুল_আবেদিন_পার্কে অবৈধভাবে গড়ে ওঠা সকল দোকানপাট, বিভিন্ন রাইডসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে। এই অভিযান সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।

তিনি বলেন, “জনভোগান্তি লাঘব এবং পার্কের সৌন্দর্য রক্ষা করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানব বিশ্বাস এবং স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল।

#MymensinghCityCorporation #UrbanDevelopment #CleanCity #CommunityFirst #Bangladesh #MobileCourt