তথ্য প্রতিদিন. কম
আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত #জয়নুল_আবেদিন_পার্কে অবৈধভাবে গড়ে ওঠা সকল দোকানপাট, বিভিন্ন রাইডসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে। এই অভিযান সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।
তিনি বলেন, "জনভোগান্তি লাঘব এবং পার্কের সৌন্দর্য রক্ষা করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানব বিশ্বাস এবং স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল।
#MymensinghCityCorporation #UrbanDevelopment #CleanCity #CommunityFirst #Bangladesh #MobileCourt
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল