৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, বিনোদন প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শিলা
২৪, নভেম্বর, ২০১৯, ১১:৫৩ অপরাহ্ণ -

বিনোদন তথ্য  প্রতিদিন

প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শিলা
যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে এবারের ‘মিস ইউনিভার্স’ আসর। আগামী ২৯ নভেম্বর সেখানে বিশ্ব সুন্দরীদের বাছাইয়ে প্রাথমিক পর্ব শুরু হবে। বিশ্ব আসরে যুক্ত হতে ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ শিরিন আক্তার শিলা। তার আগে গত ২৩ নভেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শিলা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দোয়া নেন তিনি। তার সঙ্গে ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’-এর দ্বিতীয় রানারআপ ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ জেসিয়া ইসলাম, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক, পরিচালক তাহরিন ফাইয়াজ হক ও প্রথম রানারআপ আলিশা ইসলাম। সাক্ষাৎকরের বিষয়টি নিশ্চিত করে জেসিয়া বলেন, ‘এমন সাক্ষাৎ সত্যিই অনুপ্রেরণার। এটা প্রত্যেক প্রতিযোগীর জন্যই বিশেষ কিছু। মিস ইউনিভার্সে একজনের জন্য সাকসেস পাওয়া কঠিন। সব বাংলাদেশির উচিত সেখানে দেশকে সমর্থন দেয়া।’ উল্লেখ্য, প্রায় ৪৫ মিনিট সময় ধরে প্রধানমন্ত্রী শিলা এবং অন্যদের সঙ্গে আলাপ করেন। এ সময় প্রধানমন্ত্রী শিলাকে উষ্ণ শুভকামনা জানান।