৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন চলে গেলেন অভিনেতা কালা আজিজ
২৫, নভেম্বর, ২০১৯, ১২:০২ পূর্বাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন
চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১০টায় নিজ বাসভবনে মৃত্যু হয় ৬৫ বছর বয়সী এই অভিনেতার।
জানা যায়, কয়েক বছর আগে ব্রেন স্ট্রোক করে মারা যান অভিনেতা কালা আজিজের স্ত্রী। এরপর তিনিও অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন থেকেই ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।
প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতার মৃত্যুর পর তার বাসায় যান তার সহকর্মীরা। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘তার বাসায় যোগাযোগ করার জন্য আমরা শিল্পী সমিতির কয়েকজন রওনা করেছি। পরিবারের আপত্তি না থাকলে আগামীকাল শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসিতে উনার জানাজার ব্যবস্থা করবো, যেন তার প্রিয়জনরা শেষবারের মতো তাকে দেখতে আসতে পারেন।’
অভিনেতা কালা আজিজকে সর্বশেষ দেখা গেছে হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ সিনেমায়। চলতি মাসের প্রথম দিন মুক্তি পায় সিনেমাটি।

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!