আসাদুজ্জামান রিপন (বেনাপোল -যশোর) :
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় সড়ক দূর্ঘটনায় শহরআলী(১৯) নামে এক পথচারী নিহত হয়েছে।
সোমবার(২৫ নভেম্বর) ভোরে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পথচারী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের আব্দর জলিলের ছেলে শহর আলী ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসি রাস্তায় এসে দেখে তার মরাদেহ পড়ে রয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ এস আই পিন্টু লাল দাস ও এস আই মোস্থাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়।