চীফ রিপোর্টার:- দিনব্যাপী বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা ১৭ জুন ২০২৪ (সোমবার উদযাপিত হয়েছে। সকাল ০৮:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম , সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয়সহ ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদের জামাত শেষে পুলিশ সুপার মহোদয় আগত মুসল্লী, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্সের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। নামাজ আদায় শেষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সাথে পুলিশ সুপার মহোদয় তার নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে ময়মনসিংহ জেলা পুলিশের সম্মানিত অভিভাবক মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয় পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি
তার নিজ বাসভবনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।ঈদ-উল-আযহা মানেই ত্যাগের উৎসর্গ। ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে তাদের মনের পরিশুদ্ধতা অর্জন করে। আমাদের প্রত্যাশা সব ধরনের বৈষম্য ভুলে ঈদ আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে, ত্যাগ এবং আত্মশুদ্ধির চর্চা থাকবে সারা বছর।