তথ্য প্রতিদিন. কম
ময়মনসিংহ, ২৬ জুন ২০২৪: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত সানকিপাড়া হেলথ অফিসারের গলির একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম। অভিযানের সময় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জাবেদ ইকবাল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম জয়নুল আবেদীন পার্কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা অবৈধ দোকান উচ্ছেদ করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এডিস মশা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে । নির্মাণাধীন ভবনে ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে। নিজ বাসাবাড়ির আশেপাশে পরিস্কার রাখুন, ডেঙ্গমুক্ত নগর গড়তে সহযোগিতা করুন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল