১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ অবৈধ দোকান উচ্ছেদে মসিকের অভিযান।।
১, জুলাই, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

আজ সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমান আদালত জয়নুল বড় বাজার মোড় ও জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে পরিচালিত দোকান উচ্ছেদ করে। এ অভিযান পরিচালনা করেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।

অভিযানকালে তিনি পার্কে অবৈধভাবে পরিচালিত চটপটির দোকান, দোকানের সঞ্জামাদি জব্দ করেন, বড়বাজারের অবৈধ অস্থায়ী দোকান অপসারণ করেন এবং এক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।