তথ্য প্রতিদিন. কম – শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে পার্কে বসে জন্মদিনের কেক কাটা,স্কুল কলেজের ড্রেস পরে নৌকায় বসে আড্ডা দেওয়া সহ বিভিন্ন ধরনের কাজে সময় নষ্ট করছে নগরের অনেক শিক্ষার্থীরা ।
শিক্ষার্থীদের সচেতন করতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন ও তদন্ত ওসি আনোয়ার হোসেন সহ এসআই ও এএসআইগন ৩ জুলাই দুপুরে এই অভিযান পরিচালনা করেন জয়নুল উদ্দ্যান পার্কে ।
ওসি মাইন উদ্দিন জানান স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীগন তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিক মতো যাচ্ছে কিনা সেই দিকে অভিভাবকদের এই বিষয়ে নজর রাখতে হবে ।
স্কুল কলেজ চলাকালীন সময়ে পার্কে স্কুল কলেজের ড্রেসপড়ে প্রবেশ না করা বিষয়ে সচেতনতামূলক প্রচারনার অংশ হিসাবে প্রাথমিক ভাবে কাজ করছেন কোতোয়ালী পুলিশ । যারা স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে এসেছিলো তাদের অভিভাবকদের ফোন দিয়ে কথা বলেছেন ওসি মাইন উদ্দিন। এমন অভিযানে পার্কে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বাগত জানিয়েছেন পুলিশ প্রশাসনকে।