১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত।।
৭, জুলাই, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কাজী শফিকুল আলম, বিপিএম(বার), পুলিশ সুপার, গাজীপুর এর সভাপতিত্বে জুন/২০২৪খ্রি. মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা ৭ জুলাই অনুষ্ঠিত হয়। সভাপতি সভায় জুন/২০২৪খ্রি. মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

সভার প্রথমে পুলিশ সুপার, গাজীপুর জুন/২০২৪খ্রি. মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আকবর আলী খান, পিপিএম; শ্রেষ্ঠ ইন্সপেক্টর(তদন্ত) হিসেবে মোঃ শরিফুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত, জয়দেবপুর থানা, জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মজিবুর রহমান জেলায় শ্রেষ্ঠ এসআই(নিঃ)/মোঃ আব্দুর রাজ্জাক রাজু, কালিয়াকৈর থানা, জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই(নিঃ)/নাজনীন আক্তার, কাপাসিয়া থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই/মোঃ আব্দুর রহিম খান, ট্রাফিক বিভাগ, জেলায় শ্রেষ্ঠ এএসআই(নিঃ)/ মোঃ মুখলেছুর রহমান, শ্রীপুর থানা, থানার শ্রেষ্ঠ এসআই(নিঃ)/কামাল হোসেন, জয়দেবপুর থানা, এসআই(নিঃ)/ রিপন আলী খান, শ্রীপুর থানা, এএসআই(নিঃ)/মোঃ আরিফ হোসেন, কালিয়াকৈর থানা, এএসআই(নিঃ)/ইউনুছ মিয়া, জয়দেবপুর থানা, এএসআই(নিঃ)/মোঃ ইয়ার মাহমুদ, কাপাসিয়া থানা, গাজীপুরসহ প্রত্যেক শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট ও সনদ এবং নগদ অর্থ প্রদান করেন।

এ ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স হতে খুন মামলার রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কার গ্রহণ করেন এসআই(নিঃ)/মোঃ আনোয়ার হোসেন, পিপিএম, কালিয়াকৈর থানা বর্তমানে কালীগঞ্জ থানা, গাজীপুর।

সভায় উপস্থিত ছিলেন মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্); (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-মেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।