১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ১৮ নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ।।
৮, জুলাই, ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম

আজ দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ১৮ নং ওয়ার্ডের কৃষ্টপুর রেললাইন সংলগ্ন এলাকায় রাস্তা-ড্রেনের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা

স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ। তিনি প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

 

অভিযানের সময় ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হবি,

 

সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছা খালেদা বেগম, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।