১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
২, সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার : মিথ্যা মামলায় কারা নির্যাতিত, ভাটি বাংলার বরপত্র, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ‘উপজেলাসহ ময়মনসিংহস্থ সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সাবেক ছাত্রদল নেতা অনুকূল দাস অঞ্জনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভিপি বরকতউল্লাহ জুয়েল, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান চাঁন, সাবেক ছাত্রনেতা মোহাব্বত মোঃ শাহজাদ শাহাদাত হোসেন মিল্টন, মোহাম্মদ অন্ত, সৈয়দ ইসকত হাসান, সারাবি, সিয়াম প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। তাঁকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা থেকে তাঁকে অব্যহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবী জানান।