১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ সর্ব সাধারণের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ।
১০, সেপ্টেম্বর, ২০২৪, ২:১৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার:

 

মানবজাতির সর্বশেষ ঠিকানা পবিত্র কবরস্থান এই কবরস্থানকেই ব্যবহার করে কিছু সুযোগ সন্ধানী মানুষ হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের অবস্থিত কলেজ রোড গোলকি বাড়ি কবরস্থানে কবরবাসীর কবরস্থানটিতে সুরক্ষা করতে দিচ্ছেন বাঁশের বেড়া ও ইটের ঢালাই আর এই সুযোগেই কিছু সুযোগ সন্ধানী মানুষ হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা একটি কবরস্থানে বাঁশের বেডা দিতে

 

লাগে ৮ হাজার টাকা ও একটি রঙিন কাঠের বেড়া জিতে গেলেই লাগে ১৪ থেকে ১৫ হাজার টাকা এই টাকা যায় কোথায় এ ব্যাপারে জানতে চাওয়া হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের একজন উধ্যতন কর্মকর্তার দীপক মজুমদারের কাছে উনি বলেন একটি কবরস্থান কাঠ বাঁশ ও ঢালাই করার অনুমোদন কখনো সিটি কর্পোরেশন দেয় নাই আর দেবেও না।

 

কোন ভুক্তভোগী যদি লিখিত আকারে অভিযোগ সিটি কর্পোরেশনে প্রেরণ করেন তাহলে তা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপর কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত ইমাম সাহেবের সাথে এ ব্যাপারে জানতে চাইলে উনি জানান আমি ব্যক্তিগতভাবে কিছুই করিনি আমাকে ৫ং ওয়ার্ডের
মাননীয় কাউন্সিলর জনাব নিয়াজ মোরশেদ সাহেবের নির্দেশক্রমেই কাজ করে যাচ্ছি। এদিকে ওয়ার্ড বাসি ও সাধারণ মুসল্লিদের ভিতরে বিক্ষোভ বিরজমান এলাকাবাসী বলছেন এমন অবস্থা চলতে থাকলে
যেভাবে কবরস্থানে বেড়া দেওয়া হচ্ছে তাতে তো অন্য কবর দেওয়া যাবে না মুসল্লিদের আবেদন ময়মনসিংহে মাননীয় বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে উনারা বলছেন যত দ্রুত সম্ভব এর তদন্ত-পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।