১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা জাতীয় নির্বাচনের বিষয়ে যা বললেন ড. ইউনূস।।
১২, সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম – বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডব্লিউ) সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তিনি।

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা আমাদের দায়িত্ব। আমরা নির্বাচন দিতে চাই এবং এটাও চাই যে, একটি সুষ্ঠু্ ও সুন্দর নির্বাচন হোক।

প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা চাই একটি নির্দিষ্ট দল বা যে দলই আসুক, তারা তাদের বিজয় উদ্‌যাপন করুক। আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তাই এটি যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। তবে এখনই নির্বাচনের দিন-তারিখ জানানো সম্ভব নয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। নিজেদের প্রয়োজনেই ভারতের সঙ্গে বাংলাদেশের সর্বোত্তম সম্পর্ক থাকতে হবে।