১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা পূজার পরে সারাদেশে সাড়াশি অভিযান শুরু – আইজিপি।।
১২, অক্টোবর, ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম – পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পূজার পরে অপরাধীদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান শুরু হবে।

তিনি বলেন, বিজয়া দশমীতে শোভাযাত্রা ও বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল তা বাস্তবে নেই, শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা।

এদিকে সারাদেশে ৩২ হাজার পূজার মধ্যে তাতীবাজারে ঘটনাসহ ৪৩টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এসব বিচ্ছিন্ন ঘটনা। অপ্রীতিকর ঘটনার মাধ্যমে অনেকেই রাজনৈতিক রঙ দিতে তৎপর। যারা অপতৎপরতা চালাতে চায়, তাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই।

যতো ছোটই হোক না কেন যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাতি বাজারের ঘটনায় তাৎক্ষণিক ভাবে ৩ জন চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে।

দিনে চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে – আইজিপি।।

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার।।