৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ঠিকাদার লিটনের কাছে সাপ্লায়াদের পাওনা লক্ষ লক্ষ টাকা:-
৫, নভেম্বর, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার:

জিরো থেকে হিরো ঠিকার লিটন যে এক সময় চায়ের দোকান করতো ফুটপাতে, এখন সে সিআইপি কার্ড পেয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা দিয়ে কর দিয়ে,

উনার নাম মোঃ লিটন মিয়া।সিটি কর্পোরেশনের ঠিকাদারি কাজের ইজারাদার,২ নাম্বারি ঠিকাদারির কাজের ৮০% এই লিটনের২ নাম্বার কাজ বাস্তবায়ন করেছেন।ধুরন্দর লিটন মিয়া আবার শহরের টাকাওয়ালা বাবাদের শিক্ষিত বেকার ছেলেদেরকে টার্গেট করে ইট,বালু, পাথর সাপ্লায়ার হিসাবে কাজে সংযুক্ত করে বেকার যুবকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।এমন বহু বেকার যুবকদেরকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিয়েছে বলে অভিযোগ আছে।লিটনের ঠিকাদারি কাজে বিভিন্ন মালামাল সাপ্লাই দিয়ে এখন অনেক যুবক ০ হাতে ঘরছে। খুজে ফিরছে লিটন মিয়াকে।এই শহর ও যুব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে দূর্নীতিবাজ ঠিকাদার লিটন। লিটনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী ও সিটিবাসীর।

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের
ঠিকাদার লিটনের সহযোগী কলকাতায় আজ মঙ্গলবার চলে গেল

মারুফ হোসেন কমল সাংবাদিক

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।