স্টাফ রিপোর্টার:
জিরো থেকে হিরো ঠিকার লিটন যে এক সময় চায়ের দোকান করতো ফুটপাতে, এখন সে সিআইপি কার্ড পেয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা দিয়ে কর দিয়ে,
উনার নাম মোঃ লিটন মিয়া।সিটি কর্পোরেশনের ঠিকাদারি কাজের ইজারাদার,২ নাম্বারি ঠিকাদারির কাজের ৮০% এই লিটনের২ নাম্বার কাজ বাস্তবায়ন করেছেন।ধুরন্দর লিটন মিয়া আবার শহরের টাকাওয়ালা বাবাদের শিক্ষিত বেকার ছেলেদেরকে টার্গেট করে ইট,বালু, পাথর সাপ্লায়ার হিসাবে কাজে সংযুক্ত করে বেকার যুবকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।এমন বহু বেকার যুবকদেরকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিয়েছে বলে অভিযোগ আছে।লিটনের ঠিকাদারি কাজে বিভিন্ন মালামাল সাপ্লাই দিয়ে এখন অনেক যুবক ০ হাতে ঘরছে। খুজে ফিরছে লিটন মিয়াকে।এই শহর ও যুব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে দূর্নীতিবাজ ঠিকাদার লিটন। লিটনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী ও সিটিবাসীর।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের
ঠিকাদার লিটনের সহযোগী কলকাতায় আজ মঙ্গলবার চলে গেল
মারুফ হোসেন কমল সাংবাদিক