৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে বিএসটিআই’র অভিযানে জরিমানা : জব্দকৃত মালামাল ধ্বংস
১১, নভেম্বর, ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

জহির রায়হান, ময়মনসিংহ :

বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিউ কসমেটিকস এন্ড ফুডস নামক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে। রবিবার (১০ নভেম্বর, ২০২৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন, বিএসটিআই এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, ত্রিশাল উপজেলার নওপাড়ায় পিউ কসমেটিকস এন্ড ফুডস নামক প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত টয়লেট সোপ, স্কিন ক্রিম ও ফেশ ওয়াশ মোড়কজাতকরণ বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে “বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর ২৭ ধারায় এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।
এসময় প্রতিষ্ঠানটির উৎপাদিত এবং বাজারজাতকরণের জন্য টয়লেট সোপ, স্কিন ক্রিম ও ফেশ ওয়াশ জব্দপূর্বক ধ্বংস করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক জব্দকৃত এক ট্রাক মালামাল জনসম্মুখে রোলারের মাধ্যমে পৌরসভার ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।
ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এছাড়া অংশগ্রহণ করেন বিএসটিআই বিভাগীয় ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) সাইদুর রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. শাওন কুমার ধর আবীর এবং পরিদর্শক (মেট্রোলজি) রাইসুল ইসলাম। জনস্বার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে।

 

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।